বিজেপিতে বৈশালী ডালমিয়া

যাবতীয় জল্পনায় ইতি। এবার শনিবার ৩১ জানুয়ারি অমিত শাহের সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। বেশ কিছুদিন ধরেই বেসুরো শোনাচ্ছিল বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। আসন্ন বিধানসভা নির্বাচনে বালি থেকেই বিজেপির প্রার্থী হতে পারেন তিনি।