“বিজেপিকে ভোট দিলে আবাস যোজনার তালিকায় থেকা নাম কেটে দেওয়া হবে” প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে এমনই অভিযোগ শুনলেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম

ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল, খুলে ফেলা হচ্ছে বিজেপির ফেস্টুন, অভিযোগ বিজেপি প্রার্থীর।

মালদা ;১৪এপ্রিল: বিজেপিকে ভোট দিলে আবাস যোজনার তালিকায় থাকা নাম কেটে দেওয়া হবে। আবার কোথাও বিজেপির পতাকা, ফেস্টুন লাগাতে বাধা দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে। প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে এমনই অভিযোগ শুনলেন মালদহের চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। বৃহস্পতিবার প্রথমে বিধানসভা এলাকার বরুইয়ের কালীতলায় প্রচারে যান বিজেপি প্রার্থী। সেখানে পৌঁছানোর পরেই তাকে ঘিরে ধরেন এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলা। সেখানেই প্রার্তীকে সামনে পেয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন। বিজেপিকে ভোট দিলে তারা পঞ্চায়েত থেকে সরকারি কোনও সুবিধে পাবেন না বলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি লাগাতার হুমকির জেরে তারা আতঙ্কে রয়েছেন বলেও কয়েকজন বধূ দাবি করেন।
বরুইয়ের পাশাপাশি দুপুরের গনগনে রোদ উপেক্ষা করে এদিন চয়নপুর, কালীতলা, চড়কপুর, বসতপুর এলাকায় প্রচার চালান। মূলত প্রতিটি বাড়ির দরজায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগের কাজ করেন তিনি। ওই এলাকায় প্রচারের ফাঁকে দলের পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন কর্মীদের অনেকেই। এমনকি রাতের অন্ধকারে বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে বলেও অভিযোগ।
এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম বলেন, প্রচারে গিয়ে মানুষের অনেক রকমেরই অভিযোগ শুনতে পাচ্ছি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা সরাসরি মানুষকে হুমকি দিচ্ছেন যে, বিজেপিকে ভোট দিলে তাদের কোনও সুযোগ সুবিধা দেওয়া হবে না। আবার কোথাও পতাকা খুলে ফেলা হচ্ছে। নানারকমভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। দীপঙ্কর বলেন, এটাই এখন ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে। আসলে যাওয়ার সময় হয়ে গিয়েছে বুঝতে পেরে ওরা এভাবে মানুষকে বাধা দিচ্ছে। এটাই ওদের শেষ খেলা।
যদিও এই প্রসঙ্গে বিজেপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে চাঁচল-১ ব্লক তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, মানুষের নজর কাড়তে এসব মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।