বিগবস-১৪ এ অংশ নিচ্ছে রিয়া চক্রবর্তী

২৮ দিন জেলে কাটিয়ে সদ্য মুক্তি পেয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া । সুশান্তের মৃত্যু মামলায় তাকেই দোষী হিসেবে দেখছে নেটিজেনরা। যা ধরাবাধা কাজ ছিল সেগুলিও হাত থেকে ফসকে গেছে সুশান্তের অনুগামীদের চাপে । তবে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিগবসে খেলতে ডাক পাচ্ছে রিয়া। সূত্রের খবর বিগবস ১৪ এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হতে পারে রিয়ার ।

ইতিমধ্যে ভাইজান সালমান খান নাকি প্রস্তাব দিয়ে রেখেছে ।নেটিজেন-দের একাংশ দাবি, জামিনে মুক্তি পাওয়ার পর বিগ বস-এ এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে রিয়া! কেউ আবার বলেছেন, এদেশে মানুষের আবেগের কোনও দামই নেই! কারও বা দাবি, রিয়ার হাতে কাজ নেই, তারউপর মামলার এত খরচ, কাজেই বলিউড প্রত্যক্ষভাবে রিয়াকে সাহায্য করছে।