আজই হবে বৈঠক

আবারও চেনা পথেই শুরু হল পথ চলা৷ শুরু আরেক অধ্যায়ের৷ হল সব জল্পনার অবসান৷ হ্যাটট্রিক গড়ল তৃণমূল৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার গঠনে পচিমবঙ্গের শাসক দল। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর আর দেরি করতে চাননি। তাই আজ দুপুরেই তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সঙ্গে সর্বপ্রথম রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। নতুন মন্ত্রিসভার নীল নকশা কার্যত তৈরি হয়ে গিয়েছে। এ বার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হবে রাজভবন। ২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফলের রেকর্ডও ভেঙে গিয়েছে ২০২১এ। ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে ঘাসফুল ঝড়।