শুক্রবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে দিল্লি শহরে। তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। বিস্ফোরণস্থল থেকে মাত্র ২-৩ কিমি দূরে সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ছয়টিটি ইঞ্জিন।
মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধা সেনা জওয়ান। সমগ্র এলাকা ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশের রাস্তায় গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতির সাধারণ কার্যপ্রণালী মেনে দিল্লি বিমানবন্দর-সহ বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ জায়গা এবং সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে।