বিএসএফ আধিকারিক বলেছেন, ‘‘এসকর্টের অন্য চালক ও কর্মীদের কারও শরীরেই সংক্রমণ ধরা পড়েনি।’’

করোনার কেন্দ্রীয় যে পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে, তার এসকর্ট গাড়ির বিএসএফ চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিএসএফ-এর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের তরফে জানানো হল, বাকি যে চালকরা কেন্দ্রীয় দলের সঙ্গে যুক্ত তাঁদের কারও শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। ‘বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার’-এর সিনিয়র আধিকারিকরা জানাচ্ছেন, ওই বাহিনীর দিকে অতি সতর্ক নজর রাখা হচ্ছে। খেয়াল রাখা হচ্ছে সমস্ত গাইডলাইন যেন ঠিকমতো মেনে চলা হয়। এক বর্ষীয়ান বিএসএফ আধিকারিক জানিয়েছেন, ‘‘এসকর্ট গাড়ির চালকের পজিটিভ ধরা পড়ার পর আমরা তাঁকে আইসোলেশনে পাঠিয়েছি। সেই সঙ্গে আরও ৫১-রও বেশি কর্মী যাঁরা ওঁর সংস্পর্ষে এসেছিলেন তাঁদেরও কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। আমরা এখনও পর্যন্ত আরও ২৫ জনের শরীরে করোনার পরীক্ষা করে দেখেছি।