বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে চুরি, গ্রেপ্তার দুই

বাড়ির মালিকের অনুপস্থিতিতে সুযোগ বুঝে বাড়ির সমস্ত মূল্যবান চুরি করল দুই দুষ্কৃতী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায়। এই চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে বিহার থেকে দুই দুষ্কৃতী ময়লা কুড়ানোর নাম করে বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ির লোকের অনুপস্থিতিতে চুরি করত। জটিয়াকালিতে ঘটে যাওয়া এই চুরির ঘটনা থানায় লিখিত ভাবে জমা পড়তেই তদন্তে নেমে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ।

জানা গেছে বাড়ির মালিক কয়েকদিন আগে বাড়িতে তালা মেরে সিকিম ঘুরতে গিয়েছিল দম্পতি।১১ই ফেব্রুয়ারি বাড়ি ফিরে দেখেন সর্বস্ব খোয়া গেছে তাদের।ঘরের জানালা ভেঙ্গে চুরি গেছে সোনার অলংকার সহ নগদ টাকা।ঘটনার পরদিন অর্থাৎ ১২ ই ফেব্রুয়ারি এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।তার পরেই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।মেলে সাফল্য।ফুলবাড়ি পশ্চিম ধনতলা থেকে গ্রেপ্তার করা হয় এম ডি মুবারক,এমডি আজাদকে।পুলিশ সুত্রে জানাগেছে ধৃতরা বিহারের পুর্নিয়ার বাসিন্দা।বিহার থেকে এসে অস্থায়ি ভাবে ঘরভাড়া করে চুরির ঘটনা ঘটাতো।ফের বিহারে গা ঢাকা দিত।ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।তদন্তের স্বার্থে ফের আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।