বাড়িতে ঢুকে গেল নিয়ন্ত্রণহীন গাড়ি, মৃত এক, গাড়ি ভাঙচুর জনতার

নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রেল কোয়ার্টারে ঢুকে মৃত্যু হল একজনের। জখম একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে।

সূত্রের খবর শিলিগুড়ির গেটবাজার এলাকায় রাতে একটি বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ঢুকে পড়ে। ঘটনায় একজন মারা যায়। জখম হয়েছে কমপক্ষে ছয়-সাত জন।আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।ঘটনার খবর পেয়েই ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।তারা জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যাক্তিকে আটক করেছে।ঘটনাস্থলে এসেছিলেন ৩২নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর তাপস চ্যাটার্জিও।পরবর্তীতে পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়।

বাসিন্দাদের অভিযোগ ওই ঘটনা ইচ্ছাকৃতভাবে করেছে। অভিযোগ, পুরোনো গন্ডগোলের জেরেই গাড়ির ওই চালক ইচ্ছাকৃতভাবে বাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়।এক ব্যক্তি কয়েকজনকে চাপা দেওয়ার জন্যই একটি বাড়িতে ঢুকিয়ে দেয়।এতেই বিপত্তি ঘটে।সেই সময় ঐ বাড়ির সামনে দাঁড়িয়ে তর্কাতর্কি করছিলেন চালকের আত্মীয়-স্বজনরাই।তাদের মধ্যে প্রত্যেকেই আহত হন।সূত্রে খবর এই দুর্ঘটনায় মৃত ১ ও আহত দুই জন বাচ্চা সহ ৪ জন।বুধবার সকালে এলাকা পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার।তিনি বলেন পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।