বাড়ছে করোনা গ্রাফ

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন করে বাড়তে থাকা সংক্রমণ। ভারতে লাগাতার দৈনিক ৪৫ হাজারের বেশি মানুষ এই মারণ রোগের কবলে পড়ছেন। শনিবার নতুন করে করোনার কবলে পড়লেন ৪৬ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ২৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৫০ হাজার ৫৯৮ জন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ৭২৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭১৫ জন।