বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

প্রায় ৬০ টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা এবং ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার ।জানা গেছে এদিন ফালাকাটার কমিউনিটি হলে ভূমি , ভূমি সংস্কার দপ্তরের সহযোগিতায় এই গরীব মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। সূত্রের খবর ফালাকাটার দেশবন্ধু পাড়া ও সুকান্ত পল্লীর ৬০ জন বাসিন্দাদের হাতে তাদের জমির পাট্টা তুলে দিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সুরেশ লালা ও ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, প্রাক্তন সাংসদ ঋতিব্রত বন্দোপাধ্যায়, দপ্তরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী প্রমুখ ।

ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, আজ দুটি এলাকার লোকেদের হাতে তাদের জমির পাট্টা দেওয়া হচ্ছে। ফালাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সুরেশ লালা বলেন, আমাদের সরকার জনগণের সরকার।উন্নয়নের সরকার।ভূমি হিনদের জমির পাট্টা দেওয়া হলো।আগামী দিনে এলাকার সকলকে জমির পাট্টা দেওয়া হবে ।