বাসমতী রাইস প্রস্তুতকারী সংস্থা রামদেব ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ।

বিজয় মাল্য, নীরব মোদি, মেহুল চোকসির পর এবার নরেশ কুমার। ব্যাঙ্কের খাতায় প্রায় ৪১৪ কোটি টাকার ঋণখেলাপী হিসেবে পলাতক। জানা গিয়েছে, অভিযুক্ত বাসমতী রাইস প্রস্তুতকারী সংস্থার অন্যতম নির্দেশক। ২০১৬ থেকে দেশ ছাড়া নরেশ কুমার। কিন্তু অদ্ভুত ভাবে গত ৪ বছর কিছুই জানত না সিবিআই। এসবিআইয়ের তরফে সিবিআইয়ের কাছে এফআইআর দায়ের হলে প্রকাশ্যে আসে আর্থিক তছরূপের বিষয়টি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এসবিআই-সহ ছয়টি ব্যাঙ্কের থেকে মোট ৪১৪ কোটি টাকা দফায় দফায় ঋণ নিয়েছে রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেড। সেই তালিকায় আছে, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক আর আইডিবিআই ব্যাঙ্ক।এই মামলায় নরেশ কুমার-সহ ওই সংস্থার অপর চার নির্দেশক আর কয়েকজন অজ্ঞাতপরিচয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।