সময়ের পূর্বেই বঙ্গে পা রেখেই ঝোড়ো ইনিংস বর্ষার। মাঠে নেমেই ছক্কা হাঁকাচ্ছে বর্ষা৷ গরম থেকে স্বস্তি বঙ্গবাসীর৷ জল মগ্ন পশ্চিমবঙ্গ৷ তার উপর আবার নিম্নচাপ। শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আবহাওয়ার কারণেই আগামী ২১ জুন উত্তরবঙ্গ সফর স্থগিত করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ফিরিয়েছিল খালি হাতে। এরপর ২০২১ সালে রাজ্যজুড়ে মমতা ঝড় বয়ে গেলেও উত্তরবঙ্গের হারানো জমি ফেরাতে ব্যর্থ হয় তৃণমূল। এই আবহে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল।
শিলিগুড়িতে উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতার। শিলিগুড়ি থেকে তৃণমূল নেতা গৌতম দেব জানান, খারাপ আবহাওয়ার জন্য আপাতত উত্তরবঙ্গ আসছেন না মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে অনেক মানুষই নাকি অসমে পালিয়েছেন। এই আবহে উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপরে মমতার এই সফর রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ হওয়ার কথা। পাশাপশি উত্তরবঙ্গে দলীয় বিক্ষোভে রাশ টানাও ছিল তাঁর লক্ষ্য৷