বাতিল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন

শীতকালে দিল্লিতে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। শীতকালীন অধিবেশনে দিল্লির পরিস্থিতি দেখে আর ঝুঁকি নিতে চাইছে সরকার। তাই সংসদের অধিবেশন বাতিল করতে পারে কেন্দ্র। তাই পরিবর্তে আগামী বছর বাজেট অধিবেশন খানিকটা দীর্ঘায়িত করা হতে পারে। করোনা পরিস্থিতির উপর নজর রেখে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছর বাজেট অধিবেশনের সঙ্গে সেটা মিলিয়ে দেওয়া হতে পারে। নিয়ম অনুযায়ী শীতকালীন অধিবেশনের সপ্তাহ তিনেক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় কমিটির বৈঠক হয়।