বাজারে কীভাবে দাঁড়াতে হবে, রাস্তায় এঁকে দেখালেন মুখ্যমন্ত্রী

লকডাউন চলাকালীন সাধারণ মানুষের যাতে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে যাতে অসুবিধা না হয়, তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী এদিন জানবাজারে যান। ক্রেতা-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাস্তায় নিজে হাতে লক্ষণরেখা কেটে দুটি মানুষের মধ্যে কত দূরত্ব থাকা উচিত তা এঁকে দেখিয়ে দেন। রাস্তায় এক ফুট দূরত্বে লক্ষণরেখা কাটেন তিনি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী বিষয়টি বোর্ডে এঁকে দেখান।