বাজারে এল Redmi Note 9

ভারতে নতুন বাজেট স্মার্টফোন নিয়ে এল শিয়াওমির রেডমি ব্র্যান্ড। ইতিমধ্যেই বাজারে এসেছে Redmi Note 9 Proও Redmi Note 9 Pro Max. এবার এল Redmi Note 9.

২৪ জুলাই থেকে এটা অনলাইন কেনা যাবে শিয়াওমির সাইট Mi.com ও Amazon India ওয়েবসাইটে। তবে অফলাইনও পাওয়া যাবে এই ফোন। ৪ জিবি RAM,৬৪ জিবি   Memory-র এই ফোন পাওয়া যাবে ১১, ৯৯৯ টাকায়। ৬ জিবি RAM, ১২৮ জিবি Memory-র ভার্সানটি মিলবে ১৪,৯৯৯ টাকায়। ১৩, ৯৯৯ টাকায় মিলবে ৪ জিবি+১২৮ জিবি মডেলটি। 

চিনা সংস্থার দাবি এই ফোন ভারতে প্রস্তুত করা হয়েছে। Note 9 সিরিজের অন্য ফোনগুলির সঙ্গে খুব একটা বিভেদ নেই এই ফোনের। অনবদ্য কয়েকটি ক্যামেরা আছে এই ফোনে। প্রস্তুতকারকদের দাবি এই ফোনের ব্যাটারির ব্যাকআপ দুই দিন চলবে। অ্যাকোয়া গ্রিন, পেবল গ্রে ও আর্কটিট ওয়াইট কালার অপশনে এই ফোন পাওয়া যাবে। 

৬.৩৫ ইঞ্চি HD+ ডিসপ্লে-র এই ফোনে আছে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। জলের হাত থেকে বাঁচাতে আছে বিশেষ ন্যানো কোটিং। চারটি ব্যাক ক্যামেরা আছে এই ফোনে। এগুলির মধ্যে আছে একটি ৪৮ এমপি-র, অন্যটি ৮ এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, তৃতীয়টি ২ এমপি ম্যাক্রো সেন্সর ও চতুর্থটি ২ এমপি অটো ফোকাস। এছাড়াও আছে ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা ও একটি বিশেষ প্রো ভিডিও মোড। 

এতে আছে Helio G85 অক্টা কোর প্রসেসর ও বিশেষ মিডিয়াটেক হাইপার ইঞ্জিন।5,020mAh ব্যাটারি ও  22.5W ফাস্ট চার্জার আছে এই ফোনে। সি টাইপ চার্জার ফিট হবে এটিতে। এর সঙ্গে আছে ফিংগার প্রিন্ট সেন্সর ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক। 

Poco M2 Pro, Samsung Galaxy M21, Realme Narzo 10, Realme 6-এর মতো সদ্য লঞ্চ হওয়া ১৫ হাজারের কম দামের স্মার্টফোনের বাজারে লড়বে Redmi Note 9.