বাগডোগরায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ

বাগডোগরা এবং নকশালবাড়ির মাঝামাঝি জাতীয় সড়কে আজ বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল । ঘটনায় আহত বেশ কয়েকজন ।
জানা গিয়েছে এশিয়ান হাইওয়েতে বাগডোগড়ার কাছাকাছি এসে একটি যাত্রীবাহী বাস এবং একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ন্যাসী বাবা মন্দিরের কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে ।বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। বাসের ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেশীএবং পুলিশ এসে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে আসে । বাসের যাত্রীদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।