বাংলা সিনিয়র ক্রিকেট মহিলা দলে শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি

বাংলা সিনিয়র মহিলা দলে জায়গা করে নিল শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি । এখবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ক্রীড়া মহলে আনন্দের রেশ । শিলিগুড়ি থেকে ইতিমধ্যে রিচা ঘোষ ভারতীয় জাতীয় দলের সুযোগ পেয়েছে । সেও বর্তমানে বাংলা ও জাতীয় দলের নিয়মিত সদস্য । রিচার পর শিলিগুড়িরই আরেক মেয়ে প্রিয়াঙ্কা বাংলার সিনিয়র ক্রিকেট দল সুযোগ পেল । এতে খুশি প্রিয়াঙ্কা । জানা গেছে লকডাউনেও বেশ কিছুদিন ধরে কলকাতায় ভাড়া বাড়িতে ঘুঁটি গেড়ে অপেক্ষা করছিল ।অবশেষে সুযোগ এল বাংলা সিনিয়র দলে ।


এদিকে শিলিগুড়ির ক্রিকেট ক্লাব বা অনুশীলন ক্যাম্প থেকে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসায় খুশি ক্রিকেট কোচ এবং প্রশাসকরা । গত এক সপ্তাহের মধ্যে শাহবাজ, মিথিলেশ এবং প্রিয়াঙ্কার নাম জাতীয় ক্রিকেটে উঠে আসায় শিলিগুড়িতে ক্রিকেট পরিকাঠামো উন্নতির দাবি উঠছে বিভিন্ন মহলে । সে সঙ্গে স্থায়ী অনুশীলনের জন্য এক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামেরও দাবি উঠছে দীর্ঘদিন ধরে ।