বাংলা থেকে দিল্লির মন্ত্রিসভায়

সরগরম জাতীয় রাজনীতি। আশা ছিল আগে থেকেই। জল্পনা উঠেছিলো তুঙ্গে। পূর্বের আশা অনুযায়ী এবার বড়সড় রদবদল হতে চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বাংলা থেকে নাম উঠেতে চলছে দিল্লির দরবারে। বাংলা থেকে নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। অনেক জল্পনার পর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং বনগাঁর সাংসদ, মতুয়া মহলের প্রতিনিধি শান্তনু ঠাকুরের নাম উঠে আসছে। মোদীর ক্যাবিনেটে উত্তরবঙ্গের মুখ হতে চলেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন। দিল্লির তলব পেয়ে তড়িঘড়ি রওনা দিয়েছেন শান্তনু ঠাকুর। সূত্রের খবর, লকেট চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পেতে পারেন তিনি। বাংলায় শক্তি বাড়াতে জোড়া বাঙালিকে নামাতে চেয়েই এই পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এছাড়াও প্রায় ২০ জন নতুন মুখ আগামী দিনে মন্ত্রীপদে শপথ নিতে পারেন।

নিশীথ প্রামাণিকের হাতে ধরে উনিশের লোকসভায় উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। তাই কোচবিহারের সাংসদের একটা আলাদা গুরুত্ব ছিলই। তিনি নরেন্দ্র মোদি, অমিত শাহের বেশ পছন্দের ব্যক্তি। অন্যদিকে বনগাঁর মতো মতুয়া অধ্যুষিত এলাকা থেকে বিজেপির আসন ছিনিয়ে আনায় কদর বেড়েছে ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের। এই দুজনকে তাই মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মতে রাজনৈতিক মহলের একটা বড় অংশের। ২০২৪-এর নির্বাচনের ঘুঁটি সাজাতেই বাংলার দিকে বিশেষ নজর দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণেই বাংলা থেকে একাধিক সাংসদ এবার মোদী ক্যাবিনেটে জায়গা করে নিতে চলেছেন।