লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। জাতীয় রাজনীতির সমীকরণ বদলে পঞ্জাবে ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ দিল্লির পর পঞ্জাবের ক্ষমতা দখল করতেই তৈরি হয়েছে পরবর্তী পদক্ষেপের রূপরেখা৷ রাজনীতির শাখা বিস্তারে আপ-এর ‘টার্গেট’ নাকি বাংলা৷ এমনটাই দাবি করা হচ্ছিল বঙ্গ আপের পক্ষ থেকে। কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাক্ষাৎ জাতীয় রাজনীতির মোড় ঘোরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তবে কি পরবর্তী লোকসভা নির্বাচনের আগে জোট বাঁধবে তৃণমূল-আপ? গোয়া বিধানসভা নির্বাচনের আগে যে জোট অধরা থেকে গিয়েছিল, সেই দুই দলকে কি জোটবদ্ধ করবে ’২৪ এর লোকসভা নির্বাচন? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন উল্লেখযোগ্য ফেসবুক পোস্ট করলেন বঙ্গ আপ-এর অন্যতম পর্যবেক্ষক সঞ্জয় বসু। জোট প্রসঙ্গে সঞ্জয় লিখেছেন, “গত দশ বছরে এই দলকে যতটুকু চিনেছি জেনেছি, সেখান থেকে বলতে পারি জোটের সম্ভাবনা নেই। আপ কারও সঙ্গে জোট বেঁধে লড়াই করে না।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে যে ঘটনা ঘটেছে তা পুনরায় ঘটার সম্ভাবনা নেই।” অর্থাৎ তাঁর কথায়, জোট করে তৃণমূল এবং আপ-এর লড়ার সম্ভাবনা নেই৷ শুধু তাই নয়, আপ নেতা সঞ্জয়ের দাবি, এই মুহূর্তে কেজরির দলের মূল লক্ষ্য গুজরাট এবং হিমাচল প্রদেশ। সঞ্জয় বসু আরও বলেন, ” কাজের ভিত্তিতে লড়াই হবে৷ যুক্তি তর্কের লড়াই হবে। রাজনীতি মানে কখনই দু’দলের মধ্যে শারীরিক লড়াই নয়।”