কলকাতা: রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পুজোর মুখে দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে রাজ্য সরকারের। উৎসবের শেষে রাজ্যে করোনার সংক্রমণ বেলাগাম হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে রাজ্যের নানা প্রান্তে পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুল্যান্স তৈরি রাখা ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি, কলকাতা, হাওড়ার পুলিশ কমিশনার। করোনা পরিস্থিতিতে প্রত্যেকে প্রোটোকল মানছেন কিনা সেব্যাপারে আধিকারিকদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।