বাংলায় আসছেন অমিত শাহ

৩০ জানুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অংশ নেবেন দলের তিনটি আলাদা কর্মসূচিতে। ইসকন মন্দিরে যাবেন শাহ। যোগ দিতে পারেন বিজেপির রথযাত্রায়। যেতে পারেন জেলা সফরেও নদিয়া-বনগাঁ, হাওড়া শহর ও উলুবেড়িয়ায়।

একুশে বাংলা দখলে গেরুয়া শিবিরের বিশেষ নজর মতুয়া মহলে। বিধানসভা ভোটের আগে মতুয়া মন ধরে রাখতেই এই কৌশল। ফের ১১, ১২ তারিখ বাংলায় আসতে পারেন তিনি। তার আগে ৫ ফেব্রুয়ারি ২ দিনের জন্য বঙ্গ সফরে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।