বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলায় বিজেপির মনোবলকে জোরদার করতে আগামীকাল রাতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগে ঠিক হয়েছিল যে ৫ই নভেম্বর বৃহস্পতিবার বাংলায় আসবেন তিনি। কিন্তু আচমকাই বদল আনা হয়েছে ওনার কার্যক্রমে। প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। এরপর ৫ই নভেম্বর বর্ধমান ও মেদিনীপুর জোন এবং ৬ই নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দুর্গা পুজোর সময় বৈঠক করে গেছেন।