বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ও মিষ্টি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্র মারফত জানা গিয়েছে নবান্নের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে বুধবার দুপুরে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে প্রায় ২০ কেজি মিষ্টি ও ফুল পাঠান তিনি। এরপরেই দূতাবাসের তরফে ফুল ও মিষ্টি গ্রহণ করেন দূতাবাসের কর্তব্যরত কর্মকর্তারা। এদিন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর কনস্যুলার মোহাম্মদ বশির উদ্দিন জানান, প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও আমরা দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা উপহার বিমান বাংলাদেশের মাধ্যমে বিকেলেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি।
মাত্র দু’দিন আগেই মমতা ব্যানার্জিকে শারদীয়া শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি, মিষ্টি ও এক বাক্স ইলিশ উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা সেদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শারদীয়ার শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি ও দু’টি শাড়ি পাঠিয়েছিলেন। এদিন সেই শাড়ি দু’টিও একই বিমানে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।