বন্ধ হল বিশ্ববিদ্যালয়

করোনা মোকাবিলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। সাথে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগামহীন করোনা সংক্রমণ। দিন প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের হার। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভার্চুয়াল বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালেন এই সিদ্ধান্ত। তবে অনলাইন ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে। তবে চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে।