বন্ধ হল গডসের লাইব্রেরি

খোলার দুদিন পরই বন্ধ হয়ে গেল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামাঙ্কিত লাইব্রেরি। গোয়ালিয়রের দৌলতগঞ্জে মহাসভার অফিসে রবিবার এই লাইব্রেরি চালু হয়। বাজেয়াপ্ত করা হয় যাবতীয় জিনিসপত্র। ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এই লাইব্রেরি চালু হওয়ার পর থেকেই। কীভাবে মহাত্মা গান্ধীর হত্যার পরিকল্পনা করেছিলেন, সেই তথ্য এবং তাঁর বক্তৃতাগুলিও নথি হিসেবে রয়েছে।