বন্ধ হলো ভ্যাক্সিন কেন্দ্র

শুরু থেকেই টিকার অভাব নিয়ে রাজ্যের অভিযোগ কেন্দ্রের প্রতি৷ অভিযোগের আঙুল উঠেছে বহুবার৷ প্রয়োজনের চেয়ে কম টিকা মেলার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এইসবের মাঝেও চলছিল রাজ্যের টিকাকরণ৷ তবে এবার কেন্দ্র কোভ্যাক্সিন না পাঠানোয় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় টিকা দেওয়া বন্ধ করল পুরসভা৷ কোভিশিল্ডের ভাঁড়ারও তলানিতে ঠেকেছে৷ তবে ১০৫টি হেলথ সেন্টার ও ১৭টি মেগাসেন্টার থেকে কোভিশিল্ড বন্টন করা হবে৷ কোভিড থেকে বাঁচতে বারবার টিকাকরণের উপর জোড় দেওয়া হচ্ছে৷ এই অবস্থায় কলকাতা পুরসভা সমস্ত কোভ্যা‌ক্সিন সেন্টারে বন্ধ হল টিকারকরণ। যার জেরে বিপাকে পড়বেন বহু মানুষ৷ সোমবারের মধ্যে কোভিশিল্ডও যদি এসে না পৌঁছয় তাহলে, মঙ্গলবার থেকে এই টিকার কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যাবে৷   

পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী জানিয়ে দেন, “কেন্দ্রীয় সরকার পর্যান্ত পরিমাণে কোভ্যাক্সিন পাঠাচ্ছে না৷ সে কারণেই শহরের ৩৯টি ভ্যাকসিন সেন্টার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন টিকা বন্ধ থাকছে। জোগান আসার পরেই নতুন কর টিকা দেওয়া সম্ভব হবে।” ইতিমধ্যে প্রায় ৫০ লাখ টিকাকরণ সম্পূর্ণ করেছে কলকাতা পুরসভা। কিন্তু ফের সংক্রমণের হারও বাড়তে শুরু করেছে। যার ফলে উদ্বেগও বাড়ছে৷ টেস্টিংয়ের হার বাড়ানো হয়েছে৷ পাশাপাশি মাস্ক পরার উপর অধিক জোড় দেওয়া হচ্ছে৷ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রুখতে টিকাকরণই একমাত্র অস্ত্র। টিকাকরণ বন্ধ হওয়ায় ভাবাচ্ছে পুরসভাকে৷