বন্ধ হলো পরিষেবা

গতবছর লকডাউনে দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকার পর নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল রেল চলাচল। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ আটকাতে, করোনার বাড়বাড়ন্তের জেরে চলতি বছরে আবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী ১৪ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা পাশাপাশি কলকাতায় মেট্রো রেলের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। তবে শুধুমাত্র লোকাল ট্রেনই নয়, বাতিল করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও।

অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন মেট্রো পরিষেবা শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে। এছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটের পরিবর্তে ৮টা ৪৮ মিনিটে। এছাড়াও দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। এরপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।