বন্ধ বিমানবন্দরে নামল এয়ার এম্বুলেন্স

কোচবিহারে বন্ধ বিমান বন্দরে নামল এয়ার এম্বুলেন্স । জানা গিয়েছে আজ শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার বিমানবন্দরে একটি এয়ার এম্বুলেন্স জরুরী অবতরণ করে এবং দুপুর একটায় আবার দমদমের উদ্দেশ্যে উড়ে যায় ।

সূত্রের খবর আলিপুরদুয়ারে এক ব্যবসায়ীর চিকিৎসার জন্য তাকে জরুরীকালীন ভিত্তিতে কোচবিহার বিমানবন্দরে আসে ।উল্লেখ্য বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি সত্ত্বেও কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হচ্ছে না । মাঝে কয়েকদিন ছোট যাত্রীবাহী বিমান চললেও বর্তমানে পরিষেবা বন্ধ ।