দীর্ঘ এগারমাস পর আবার সেই চক ,ডাস্টার, বোর্ড বেঞ্চের স্বাদ নেওয়ার সুযোগ ঘটল ছাত্রছাত্রীদের।আপাতত কোভিড পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হলেও আশার আলো দেখছেন শিক্ষক-শিক্ষিকারা। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুব খুশি ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে নতুন করে উন্মাদনা দেখা যায় এদিন। প্রায় দশমাস বন্ধ থাকার পর সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও সমস্ত উচ্চ বিদ্যালয় খুলে গেল। স্কুল খোলার আগে ক্লাসরুমগুলো জীবাণুমুক্ত করার কাজ করা হয় জলপাইগুড়িতে। বিভিন্ন স্কুলের ক্লাসরুমে স্যানিটাইজেশনের কাজ হয়েছে পুরসভার পক্ষ থেকে। মূলত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস খুলছে। ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী স্কুল খোলার প্রস্তুতি হয় সর্বত্র। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।