একদিকে চাষিদের সমর্থনে সমস্ত বিরোধীদের ভারত বন্ধ সমর্থন অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধকে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ এলাকা। এদিন চাষিদের সমর্থনে শিলিগুড়িতে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিজেপি যুব মোর্চার কর্মীরা শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে রাস্তা আটকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অভিযোগ সেই সময়ই তৃণমূলের একদল কর্মী বিজেপি যুব কর্মীদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের হাতাহাতিও হয় বলে সূত্রের খবর। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মীরা জোর করে সরকারি বাস চলাচল বন্ধ করতে গেলে আমরা বাঁধা দিই।অপর দিকে বিজেপি যুব মোর্চার অভিযোগ আমরা শান্তিপূর্ণ ভাবে আজকের বন্ধের সমর্থনে মিছিলের সময় তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের কর্মীদের ওপর চড়াও হয়।কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি বিজেপির।
এই উত্তেজনা নিয়ন্ত্রণে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এয়ার ভিউ এলাকায় উপস্থিত হলে ঘটনা নিয়ন্ত্রণে আসে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেফ পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপরই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে একটি রেলি বের করা হয়।এই মিছিল এয়ার ভিউ থেকে হাসমিচকে এসে শেষ হয়। জানা গেছে তৃণমূলের বেশকিছু কর্মী এসময় হিলকার্ট রোডের দুধারে লাগানো বিজেপির পোস্টার, পতাকা ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেয়। তৃণমূল অভিযোগ, বাইরের ডাঙ্গাবাজদের নিয়ে এসে বিজেপি এখানে অশান্তি ছড়াচ্ছে।এর প্রতিবাদে আমাদের লড়াই চলছে, আগামীতেও চলবে।