গরম থেকে মুক্তি। আসার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বদল এসেছে আবহাওয়ায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বদলাচ্ছে আবহাওয়া
