ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার সেই পদক্ষেপের তালিকায় মুকেশ অম্বানি। করোনা আক্রান্তদের জন্য প্রয়োজন অক্সিজেন। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। সেই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এলেন মুকেশ অম্বানি। গুজরাটে নিজের তৈল পরিশোধনাগারের অক্সিজেন বিনামূল্যে মহারাষ্ট্রে পাঠানো শুরু করলেন তিনি। এটিই বিশ্বের বৃহত্তম তৈল পরিশোধনাগার।