বকেয়া বেতন মেটানোর দাবিতে শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

করোনা পরিস্থিতিতে অনবরত কাজ করেও গত জুলাই মাস থেকে বেতন মিলছে না পুরনিগমের অন্তর্গত স্বাস্থ্যকর্মীদের । আজ তাই শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে বিক্ষোভে নামল স্বাস্থ্যকর্মীরা ।জানা গিয়েছে কর্পোরেশনে প্রায় আড়াইশোরও বেশি স্বাস্থ্য কর্মীর বেতন বকেয়া রয়েছে জুলাই থেকে । বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করে চললেও তাদের বেতন নিয়ে কর্পোরেশনের অনীহা নিয়ে আজ বিক্ষোভ দেখাল স্বাস্থ্যকর্মীরা ।অবিলম্বে বকেয়া বেতন না মেটালে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা গিয়েছে ।শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত প্রায় 262 জন স্বাস্থ্য কর্মী এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রকল্পে কাজ করে চলেছেন।