বকেয়া বেতনের দাবিতে গেটে তালা ঝোলাল বিএসএনএলের কর্মীরা

বকেয়া বেতন না পেয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড অফিসের গেটে তালা ঝোলাল শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। জানা গেছে তৃণমূল প্রভাবিত কন্ট্রাকচুয়াল কর্মীরা এদিন অভিযোগ করে জানিয়েছেন তারা কাজ করেও তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। এই নিয়ে বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েও কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত তাদের। এদিন এই বিক্ষোভে গেটে তালা দেওয়ায় অনেক উপভোক্তা পরিষেবা না পেয়েই ফিরে যায়।

বিএসএনএল সার্ভিস সেন্টারের আধিকারিক সুব্রত ঘোষ বলেন , আমরা সজালে অফিসে আসি , দেখি গেটে দলীয় পতাকা লাগানো হয়েছে । উদ্ধতন কর্তৃপক্ষকে ফোন করে জানিয়ে দিয়েছি।অন্যদিকে জলপাইগুড়ি জেলা আই এন টি টি ইউ সি র সভাপতি স্বপন সরকার বলেন , দীর্ঘ দিন থেকে বিএসএনএলের কন্টাক্ট চুয়াল কর্মিরা বেতন পাচ্ছেন না। তাদের এই বকেয়া পাওনা টাকার জন্য অনেকবার স্বারক লিপি দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ সারা রাজ্য জুড়ে বিএসএনএলের সব দপ্তরেই বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরও যদি বেতন না হয় আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তিনি জানান।