পুরনিগমের কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে পুরনিগনের বর্তমান পুরপ্রশাসক অশোক ভট্টাচার্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কয়েকশো কর্মচারী। জানা গেছে পুরনিগমের প্রায় তিনভাগ কর্মচারীর বকেয়া বেতন পড়ে রয়েছে। আগামী তিনদিনের মধ্যে বকেয়া বেতনের দাবিতে এদিন প্রশাসকের ঘরে বিক্ষোভ দেখালেন তারা।কর্মীদের দাবি করোনায় যখন শহর শিলিগুড়ি বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না সেসময় পুরো শহরকে জঞ্জালমুক্ত , ডেঙ্গুমুক্ত করে রেখেছে তারা।তাদের অভিযোগ বাকি কর্মীরা সবাই বকেয়া বেতন পেয়ে গেলেও আমরা এখনো টাকা পাইনি।
পুরনিগমের প্রশাসক অশোক জানিয়েছেন বিল তৈরি করতে দেরি হওয়ায় তাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে।জানা গেছে দেড় ঘন্টারও বেশী সময় ধরে আটকে নিজের ঘরে প্রশাসক অশোক ভট্টাচার্য্য। তিনদিনের মধ্যে বকেয়া মেটানোর আশ্বাস দিলে অবস্থান তুলে নেন কর্মচারীরা।