শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভারত-ইংল্যান্ড টেস্ট উপলক্ষে ইংল্যান্ডের রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর পাওয়ার পর থেকেই লন্ডন থেকেই যাবতীয় খোঁজ খবর নিচ্ছেন এবং যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন দাদার শারীরিক পরিস্থিতি নিয়ে।
সূত্রের খবর, শুক্রবার অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জ্বরের সঙ্গে ছিল পেটে ব্যথাও। জলদি তাকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা পরীক্ষার সাথে অন্যান্য পরীক্ষা করা হয়। এবং করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। চিকিৎসকেরা জানিয়েছেন হজমজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
চলতি বছরের শুরুর দিকে সৌরভ হূদরোগে আক্রান্ত হওয়ার পর ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও। দাদার ফের অসুস্থতার খবর এ বর্তমানে চিন্তিত রয়েছেন মহারাজ এবং তিনি জানিয়েছেন দাদার দ্রুত সুস্থতা কামনা করছে গোটা ক্রিকেটমহল।