ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হল পাকিস্তানে

ফের সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে। পাকিস্তানের বালোচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ইরানের সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্স। বালোচ জঙ্গিদের হাতে পণবন্দি জওয়ানদের ছাড়িয়ে আনতেই এই স্ট্রাইক চালানো হয় বলে খবর।

ওই হামলায় খতম হয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। কয়েকজন জওয়ানেরও মৃত্যু হয়েছে। ইরান পাকিস্তানের হাতে বন্দি তাঁদের দুজন বন্দি জওয়ানকে মুক্ত করানোর জন্য এই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এর আগে আমেরিকার আর ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের নিকেশ করেছিল।