ফের শুরু করছেন দীপিকা

করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও পরিচালক শকুন বাত্রার পরবর্তী সিনেমার শ্যুটিং-এর জন্য গোয়ায় পাড়ি দিলেন দীপিকা পাড়ুকোন। মাদক মামলায় নাম জড়ানোর জেরে এনসিবির জিজ্ঞাসাবাদের কয়েকদিন পর এবার ফের গোয়ায় পাড়ি দিলেন দীপিকা। এই সিনেমায় দীপিকার পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে।

এনসিবির সমন পাওয়ার পর গোয়ার শ্যুটিং বন্ধ করে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তড়িঘড়ি মুম্বইতে ফিরতে হয় দীপিকাকে। দীপিকা কোনও মাদক কারবারীর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে খবর।