ইস্টবেঙ্গল ক্লাবে শনির দশা কাটতেই চাইছে না। জনি অ্যাকোস্টা সমস্যা মেটার পর লাল হলুদ শিবিরের সামনে আবার ব্যান হওয়ার সম্ভাবনা প্রবল। এবার পিটু মাহাত, অভিষেক থাপা ও রক্ষিত দাগরা বকেয়া না পেয়ে ফিফার দ্বারস্থ হয়েছিলেন। খবরে প্রকাশ, ফিফা এএফসির মাধ্যমে এসসি ইস্টবেঙ্গলকে চিঠি পাঠিয়েছে অবিলম্বে পিন্টু মাহাতদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য।
এসসি ইস্টবেঙ্গলের এক কর্তা জানান, ওই চিঠি ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। পিন্টুদের বকেয়া সঠিক সময়ে মিটিয়ে না দিতে পারলে ইস্টবেঙ্গলকে আবার ব্যান করতে পারে ফিফা। এদিকে, এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে লাল হলুদ শিবিরের সমস্যা কবে যে মিটবে তা নিয়ে মুখ খুলতে নারাজ দু’পক্ষই। ফুটবলাররাও এই অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাড়িয়ে ঝুঁকি নিতে নারাজ। তারাও অন্যান্য ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর এসব দেশে লাল হলুদ সদস্য সমর্থকরা প্রবলভাবে উৎকণ্ঠিত।