ফের বাড়ল গ্যাসের দাম

ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। আরও 25 টাকা বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা।

চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই এই নিয়ে তিন দফায় বাড়ল রান্নার গ্যাসের দাম। এক মাসে মোট 100 টাকা বৃদ্ধি করল রান্নার গ্যাসের দাম। এদিকে, গ্রাহকদর ভর্তুকি বহু আগেই বন্ধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।