ফের বদলে গেল রাজ্যে লকডাউনের দিন।তবে রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন তোলা হয়নি। তবে এ’বারও দিন পরিবর্তনের কারণ হিসেবে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান। ঈদ এবং রাখি পূর্ণিমার পর এ’বার মনসা পুজো, পার্সি নতুন বছর, মারওয়ারি উৎসব এবং শিয়া পার্সোনাল বোর্ডের অনুরোধ মেনে রাজ্য সরকারের তরফে পরিবর্তন করা হ’ল চলতি মাসের লকডাউনের দিন।
যদিও, অযোধ্যা’য় রাম জন্মভূমি পুজোর দিন রাজ্যে লকডাউন মানবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে বি.জে.পি নেতৃত্ব। আরেকবার লকডাউন পরিবর্তনের আর্জি জানিয়েছিল বি.জে.পি। সেই পরিবর্তন করা হ’ল, অথচ ৫ আগস্ট কোনও ছাড় নয়। বিষয়টা যে গেরুয়া শিবির ভালো চোখে দেখবে না, তা বলাই বাহুল্য।
নবান্ন’র তরফে সোমবার একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে নতুন লকডাউনের দিন। লকডাউন জারি থাকবে ৫ আগস্ট (বুধবার), ৮ আগস্ট (শনিবার), ২০ আগস্ট (বৃহস্পতিবার), ২১ আগস্ট (শুক্রবার), ২৭ আগস্ট (বৃহস্পতিবার), ২৮ আগস্ট (শুক্রবার) এবং ৩১ আগস্ট (সোমবার)।