ফের দাম বাড়ল গ্যাসের

চাপ বাড়ল মধ্যবিত্তের হেঁশেলে। এক ধাক্কায় আবারও বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ১০ দিনের ব্যবধানে দু’বার গ্যাসের দাম বৃদ্ধি করল তেল কোম্পানিগুলি। ৫০ টাকা বৃদ্ধি পেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৯৫টাকা। দেড় মাসের মাসের মধ্যে ১৭৫ টাকা দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়ল। এর ফলে নাভিশ্বাস তুলছে মধ্যবিত্ত।