ফের একবার শো-কজ নোটিস এল অর্ণব গোস্বামীর কাছে

রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে নোটিস পাঠাল মুম্বই পুলিশে। কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর বা সিআরপিসি-র ১০৮ নম্বর সেকশনের আওতায় এই নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। শুক্রবার বিকেল ৪টের মধ্যে ওরলি ডিভিশনের স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্ণবকে।

পালঘর গণপিটুনির মামলায় তাঁর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গত ২১ এপ্রিল তাঁর চ্যানেলের একটি বিতর্ক অনুষ্ঠানের মন্তব্যে শো-কজ নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এছাড়া ও বলিউডের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগেও নাম রয়েছে অর্ণব গোস্বামীর।