ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৯ বছরের চন্দনা বর্মনের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বেশ কয়েকজন শিশু ফুল তুলতে যায় প্রতিবেশী এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ।সেই ফুল গাছে বিদ্যুতের তার লাগানো ছিল বলেই স্থানীয়দের অভিযোগ। কিন্তু চন্দনা বর্মন চিৎকার করে কিন্তু সে চিৎকারে কেউ ছুটে আসেনি বলে অভিযোগ । খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়,তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতেই বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ ওই পঞ্চায়েত সদস্য ফুল গাছে বিদ্যুতের তার সংযোগ করে রাখে । খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।