ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল জেএনইউ…

নিজস্ব সংবাদাতা : ছাত্র আন্দোলনে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক ফি বৃদ্ধি-সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান জেএনইউয়ের ছাত্র সংসদের সদস্যরা। পুলিশের সঙ্গে তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।  বিক্ষোভ আটকাতে ব্যারিকেডের ব্যবস্থা করেছে পুলিশ। তা সত্ত্বেও বেশ কয়েকজন পুলিশকর্মীর সঙ্গে সংঘর্ষে জড়ান ছাত্ররা। আন্দোলনরত ছাত্রদের একজন জানিয়েছেন, ফি বৃদ্ধির প্রতিবাদে গত ১৫ দিন ধরেই বিক্ষোভ চলছে। তাঁর কথায়, ‘প্রায় ৪০% ছাত্রই আসে গরিব ঘর থেকে। কী ভাবে তারা এখানে পড়াশোনা করবে?’ তাঁর অভিযোগ, ছাত্রবিরোধী নীতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।