প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি , আইপিএল (IPL)-এ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়েও। তিনি সুরেশ রায়নার দেওযা চ্যালেঞ্জ #MyIPLMoment -এ অংশ নিলেন। এবং নিজের প্রিয় আইপিএল মুহূর্তের কথা জানালেন। সোশ্যাল মিডিয়ায় ফাফ সিএসকে-র কয়েকটি মুহূর্ত তুলে ধরেন। সব থেকে সম্প্রতি এমএস ধোনির ৪৮ বলে ৮৪ রানের ইনিংস আরসিবির বিরুদ্ধে। ফাফ বলেন, ‘‘আমরা দেখা সেরা ইনিংস এটি। দু প্লেসি এর সঙ্গে যোগ করেন, ‘‘আমার মনে হয় এমএস ধোনি এই খেলার সেরা ফিনিশার।” দু প্লেসি সুরেশ রায়নারক করা ২০১৩তে পঞ্জাবের বিরুদ্ধে করা সেঞ্চুরির কথাও মনে করিয়ে দেন। যার ফলে ম্যাচটি জিতে নিয়েছিল সিএসকে।