ফ্রান্সের রাষ্ট্রপতি মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ড্রোম অঞ্চলে জনগণের সঙ্গে আলাপচারিতা করছিলেন। সেই আলাপচারিতা চলাকালীন একজন তাঁকে চড় মারেন। মঙ্গলবার ফ্রান্সের বিএফএম টিভি ও আরএমসি রেডিও জানিয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোভিডের পরে জীবন কী ভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, সে বিষয়ে কথা বলার জন্য ড্রোম অঞ্চলে যান ফ্রান্সের রাষ্ট্রপতি।
জনগণের সঙ্গে আলাপচারিতার জন্য তিনি আসতেই রেলিংয়ের ওপার থেকে সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তি ‘ডাউন উইথ মাক্রোনিয়া’ বলে চিৎকার করেন। এর পর রাষ্ট্রপতির গালে চড় মারেন। এর পর দ্রুত ওই লোকটিকে রাষ্ট্রপতির নিরাপত্তা আধিকারিকরা ধরে ফেলেন। ইমানুয়েল ম্যাক্রনকে দূরে সরিয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে