প্রয়াত মরাঠি ইন্ডাস্ট্রির কালজয়ী অভিনেতা অবিনাশ খার্শীকার

চলতি বছরে মৃত্যুশোক পিছু ছাড়ছে না বিনোদন জগতের। আবারও শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মরাঠি ছবির প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অবিনাশ খর্শীকার। থানের এক বেসরকারি হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭৮ সালে মরাঠি ছবির জগতে পথচলা শুরু অবিনাশ খর্শীকারের। বান্দিওয়ান মে ইয়া সংসারি ছবিতে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেন তিনি। রুপোলি দুনিয়ার পাশাপাশি থিয়েটার জগতের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন তিনি। মরাঠি ইন্ডাস্ট্রির অন্যতম কালজয়ী কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত তিনি।