- বৃহস্পতিবার দিনভর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি শর্বরী দত্তের, দাবি ছেলের। রাতে ড্রয়িং রুমের শৌচাগার থেকে উদ্ধার দেহ।
- শর্বরী দত্তের বাঁ পায়ের গোড়ালির কাছে আঘাতের চিহ্ন, মুখ থেকে রক্ত বেরিয়েছে। বাথরুমেও রক্তের দাগ স্পষ্ট ছিল।
বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই এল জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু সংবাদ। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। রাত ১২.১৫ নাগাদ নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মাত্র ৬৩-তেই হঠাৎ থমকে গেল তাঁর জীবন।
কীভাবে কিংবা কখন মৃত্যু হয়েছে শর্বরী দত্তের তা জানা যায় নি। পরিবার সূত্রে খবর ১৬ তারিখ রাতে ডিনারে শেষবার শর্বরী দত্তের সঙ্গে দেখা হয় ছেলের। বৃহস্পতিবার দিনভর কোনও যোগাযোগ হয়নি। অবশেষে ড্রয়িং রুমের শৌচাগার থেকে ডিজাইনারের নিথর দেহ মেলে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ভারতীয় পুরুষদের জন্য ভাবতে শুরু করেন শর্বরী। তাঁর স্টোর ‘শূন্য’-ভরে ওঠে পুরুষদের এথনিক কালেকশনে। মিশরীয় সভ্যতার ছবি থেকে মধুবনী, যামিনী রায়–দেশ বিদেশের সংস্কৃতিকে পুরুষদের ফ্যাশনের সঙ্গে জুড়েছিলেন তিনি।
১৯৯৬ সালের তাঁর সেই সৃষ্টির পর থেকেই বদলে যায় ফ্যাশনের সংজ্ঞা। এখনও পর্যন্ত তাঁর মতো পুরুষদের ফ্যাশন নিয়ে কেউ কাজ করেননি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রিসেপশনের পোশাকও ছিল তাঁর ভাবনায়। অবসান হল একটা যুগের।