বৃহস্পতিবার সকালে হঠাৎই শ্বাসকষ্ট জনিত কারনে চলে গেলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। শ্বাসকষ্ট শুরু হলে আহমেদাবাদের এক হাসপাতালে ভরতি করা হয় এই প্রবীণ রাজনীতিবিদকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী টুইট করে জানান, ‘‘আমি গভীরভাবে বেদনা ও শোকাহত। আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় কেশুভাই প্রয়াত হয়েছে। কৃষকদের কল্যাণে বহু কল্যাণকর পদক্ষেপ করেছেন তিনি। তিনি তাঁর জীবন গুজরাটের উন্নয়ন ও প্রত্যেক গুজরাটির ক্ষমতায়নের জন্য উৎসর্গ করেছিলেন।’’
১৯৯৫ সালে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। ২০০১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। ২০১৪ সালে আবারও গেরুয়া শিবিরেই প্রত্যাবর্তন ঘটে কেশুভাইয়ের।